বান্দরবানে বুধবার সকালে মোটরসাইকেল ও জীপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সদর উপজেলা কুহালং ইউনিয়নের ডলুপাড়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে রাঙামাটির চন্দ্রঘোনার উদ্দেশ্যে যাওয়ার পথে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলুপাড়ায় এলাকায় মোটরসাইকেল ও জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী চাওয়াং মার্মা (১৯) নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত মোটর সাইকেল চালক উথোয়াই মার্মা (৩০) ও চামাচিং (২৪) মারমাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। জেলা সদর হাসপাতাল থেকে আহত দুইজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। নেয়ার পথে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন বলেন, একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.