বাঘাইছড়ি ও নানিয়ারচরে বন্যা কবলিত মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা

Published: 26 Nov 2024   Tuesday   

রাঙামাটিতে বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস), সহযোগী সংস্থা কারিতাস এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসএর যৌথ অর্থায়নে জেলার বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

গেল  ২৫নভেম্বর বাঘােইছড়ি উপজেলা পরিষদ হল রুমে বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা  অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রিপন চাকমা। এসময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে,  গেল ৭ নভেম্বর নানিয়ারচর উপজেলার উপজেলা পরিষদ হল রুমে সভারে আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলায় নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আমিনুল আহসান খান।   এসময়  স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের আওতায় ত্রাণ, স্বাস্থ্য সেবা, এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব হবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম হবে। এসময় তারা বাঘাইছড়ি এবং নানিয়ারচর এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  পাশাপাশি বক্তারা  এই প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণে বিশেষ অবদান রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন। 

উল্লেখ্য, রাঙামাটি জেলার বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্প”-এর আওতায় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর এবং অংশীদার সংগঠনসমূহ একযোগে কাজ করছে।  এ অবহিতকরন সভার মাধ্যমে  এ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত