মানিকছড়িতে গ্রীনহিল আয়োজনে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

Published: 28 Nov 2024   Thursday   

 

খাগড়াছড়ির মানিকছড়ি  বড়ডলু উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গর্ভবতী মা ও কিশোরীদের জন্য মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প  এর আয়োজন করা হয়েছে । জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায়  স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল আয়োজনে পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য সেবা ক্যাম্প করা হয়।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বড়ডলু উচ্চ বিদ্যালয় মাঠে  এ ক্যাম্প এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোমেন চাকমা।

 

এ সময় তিনি বলেন নারী কিশোরী বা গর্ভবতী মাদের যেন জরায়ৃ ক্যান্সারসহ বড় কোন ধরনের রোগ না হয় সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান। ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে যেন সন্তান প্রসব না করেন সে বিষয়ে পরামর্শ দেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন, মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সামিমা হোসেন খান, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইমতিয়াজ চৌধুরী,  গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

মেডিক্যাল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, গ্রীনহিল জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা। মানিকছড়ি উপজেলা গ্রীনহিল কার্যালয় ব্যবস্থাপক সানু অং মারমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে  ঔষধ বিতরণ করা হয় ।
মূলত বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  স্বাস্থ্য সেবা ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।



----হিলবিডি২৪/ সম্পাদনা/এ,ই


 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত