খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

Published: 25 Nov 2024   Monday   

 

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম বর্ণাল ইউনিয়নে গর্ভবতী নারী ও কিশোরীদের  মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প  এর আয়োজন করা হয়েছে।

 

সোমবার সকালে বর্ণাল ইউনিয়নের পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠে  এ ক্যাম্প এর আয়োজন করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ফারুক আব্দুল্লাহ।

এ সময় তিনি বলেন গর্ভবতী নারীরা যাতে নিরাপদে সুস্থ সুন্দর ভাবে সন্তান জন্ম দিতে পারেন সে জন্য প্রতিটি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রে রয়েছেন দক্ষ মিডওয়াইফ, যেখানে ২৪ ঘন্টা নিরাপদে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব করানো হয়। তিনি সকলকে ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করানো জন্য অনুরোধ করেন। এছাড়াও  তিনি কিশোরীদের স্বাস্থ্য সচেতনা বিষয়ে পরামর্শ দেন।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন পানছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: মো. হোসেন সোহেল,  মাটিরাঙ্গা পরিবার পরিকল্লনা বিভাগের ডা: কে এম আমজাদ হোসেন, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, বর্ণাল মৌজার হেডম্যান সুইথোয়াই  চৌধুরী প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শত নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়। মূলত বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত