খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা

Published: 07 Oct 2024   Monday   

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আজ সোমবার (৭ অক্টোবর)  বিকালে শহরের মহাজনপাড়া, পানখাইয়াপাড়া সড়কে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন।

এছাড়াও সম্প্রতি সহিংসতার শিকার হয়ে নিহতদের স্বজনদের সাথে দেখা করতে পেরাছড়ার যুবরাজপাড়া ও শালবন এলাকায় যান। সেখানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

এরআগে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ ২০০জনকে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নগদ টাকা ও খাদ্যশষ্য বিতরণ করেন।

অন্যদিকে বিগত ১৯ তারিখে খাগড়াছড়িতে নিহত রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা পরিবারকে একলক্ষ টাকা করে আর্থিক সহযোগীতা দিতে চাইলে তাদের পরিবারের পক্ষ থেকে সেই রাখা হয়নি। নিহত জুনান চাকমা মা রূপসী চাকমা বলেন এক লক্ষ টাকা দিয়ে কি হবে ছেলেকে তো আর ফিরে পাবো না।

এসময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একজন শিক্ষকসহ ২জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংসতায় আরো ৩জন নিহত হয় এবং বহু লোক আহত হন। অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয় বহু ব্যবসা প্রতিষ্ঠানে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত