খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউনিয়নে বন্যা দূর্গত এলাকার সাধারন রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের চিকিৎসা সহায়তা দিয়েছে `গ্রীনহিল` নামক একটি প্রতিষ্ঠান। ইউকে এইড এর অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এতে সহযোগিতা করছে। মঙ্গলবার (০১ আক্টোবর) দিনব্যাপী ১ নং লোগাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ।
এসময় সহকারী পরিচালক (সিসি) ডা. শামিমা হাসনাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান, মেডিকেল অফিসার ডা. সোহেল হোসেন উপস্থিত ছিলেন।
গ্রিনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ জন পাহাড়ি-বাঙালি নারী ও কিশোরীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এখানে মুলতঃ গর্ভবতী মা ও কিশোরীরা বিশেষ চিকিৎসা পেয়েছেন।
---হিলবিডি/সম্পদনা/এ,ই