মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

Published: 29 Sep 2024   Sunday   

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি  নোয়াপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষকে ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) মাইসছড়ি নোয়াপাড়া হেডম্যান কার্যালয়ে দিনব্যাপী এ ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: ছাবের।

ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদান করেন  মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, খাগড়াছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. উনুচিং মারমা ও  মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: মোয়াজ্জেম হোসেন।
ইউকেএইড এর আর্থিক সহযোগীতায় ইউএনএফপিএ ও খাগড়াছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীনহিল এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেন।

গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, সাম্প্রপ্তিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় দুইশত  জন পাহাড়ি-বাঙালি রোগী ও গর্ভবতী মাকে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এমন কার্যক্রম  জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলা গুলোতেও চলবে।

---হিলবিডি/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত