খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Published: 02 Sep 2024   Monday   

খাগড়াছড়িতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(০২/০৯/২০২৪) বিকেলে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।  ইউকেএআইডি ও মিনিস্ট্রি অফ ফরেইন এ্যাফেয়ার্স নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি`র সার্বিক ব্যবস্থাপনায় পেরাছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা   নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার  খীসা, ,  কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক টিম লিডার  ড্যানিয়েল ধৃতু স্নাল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২৫কেজি চাউল,২কেজি ডাল,৫ কেজি আলু,২লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১টি ২০লিটারে বালতি, ১টি প্লাস্টিকের মগ,সাবান ২টি, ডিটারজেন্ট পাউডার ১প্যাকেট, স্যানিটারী ন্যাপকিন ১প্যাকেট, খাবার স্যালাইন ১০টি  ও  ১টি গামছা বিতরণ করা হয়।


---হিলবিডি/সম্পদনা/ এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত