রাইখ্যাং নদীতে নিখোঁজের ছয় ঘন্টার পর মরদেহ উদ্ধার 

Published: 30 Aug 2024   Friday   

শুক্রবার (৩০ আগস্ট)  বিলাইছড়ির রাইখ্যাং নদীতে ডুবে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ শুক্রবার প্রায় ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায়   উদ্ধার করা হয়েছে।  উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম প্রশান্ত চাকমা  (২৯)। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ের ধনপাতা গ্রামের  মৃত অগুলা চাকমার ছেলে।  তবে বর্তমানে সে   বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের ধুপ্যাচর গ্রামে তার মায়ের দ্বিতীয স্বামীর বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১ টার সময়  বিলাইছড়ি উপজেলা পরিষদের কাছাকাছি ভাইবোন ছড়া নামক স্থানে রাইখ্যাং নদীতে কচুরি পানা পরিস্কার করার সময়  পানিতে পড়ে গেলে সাথে সাথে ডুবে যায়।  সাথে থাকা লোকজন অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি। 
নিহতের পরিবার জানায়, নিখোঁজ ব্যক্তির  মৃগী রোগ ছিল। তাই ধারণা করা হচ্ছে  হয়তো রোগটা উঠার কারণে তিনি পানিতে পড়ে যান। এবং সাতার জানা সত্ত্বেও আর উঠতে পারেননি। পরে ইউএনও ও সেনাবাহিনীর সহায়তায় রাঙ্গামাটির ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুজির পর বিকালের দিকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে। 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পর মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা  জানান, ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহায়তায় পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবারের কোন অভিযোগ না থাকায়, মৃতদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া  হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত