ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোজ

Published: 29 Aug 2024   Thursday   

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীতে মাছ ধরতে পৃথক স্হানে দুই কিশোর নিখোজ হয়েছে। এরা হল  মো: নয়ন (১৩) ও মো: বাদশা (১৬)। নিখোঁজ নয়ন পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো: শফিকের ছেলে ও বাদশা পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে। বুধবার এ ঘটনা ঘটেছে।

নয়নের পিতা মো: শফিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে নয়ন সহপাঠিদের সাথে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনী সদস্যদের সহায়তায় ডুবরীর দল অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামার চর এরাকায় নদীতে জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা। খবর পেয়ে পুলিশ, বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরী এসে উদ্ধার চেষ্টা করে পানির তীব্র স্রোতে উদ্ধার করতে ব্যর্থ হলে উদ্ধার কাজ স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত বাহিনী বিজিবি`র বাধাঁ উপেক্ষা করে বন্যা পরবর্তী শতশত উৎসুক জনতা ও মৎস্য শিকারিরা গেল তিন দিন ফেনী নদীর বিভিন্ন অংশে মাছ শিকারে মেতে উঠে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরী ইউনিটের সাব-অফিসার মো: জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে ফেনী নদীর বল্টুরাম অংশে গতকাল নিখোঁজ কিশোর উদ্ধারে অভিযান চলে বিকেলে ফেনী নদীর চর অংশে আরো এক কিশোর নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধারে ছুটে এলেও নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাত শুরু হওয়াতে সীমান্তে নিরাপত্তা জনিত কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। তাদের আবার খোজের চেষ্টা করানহবে বলে তিনি জানান।

--হিলিবিডি২৪/সম্পাদনা/সি়আর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত