রাঙামাটিতে পাহাড় ধসে ঘাগড়া-বড়ইছড়ি সড়কে যান চলাচল বন্ধ

Published: 18 Aug 2024   Sunday   

টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাটি সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের সচলের চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে, টানা বৃষ্টিপাতে শনিবার রাতে জেলার কাপ্তাই উপজেলার ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কের উপর পাহাড়ের মাটি পড়ে সড়কটি ধসে যায়। এতে রোববার সকাল থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল থেকে যানবাহন চলাচলের উপযুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা কাজ করছেন। এছাড়া টানা বৃষ্টির কারণে রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সড়কের উপর ধসে পড়া স্থানে তাৎক্ষনিকভাবে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাটি সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের সচল রাখা হয়েছে। 

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃষ্টিপাতের কারণে শনিবার রাত কুকিমারা এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কটি ভেঙ্গে গেছে। সড়কটি যানবাহন চলাচল উপযুক্ত করার জন্য কাজ চলছে। তিনি আরো জানান বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পাহাড় ধস হচ্ছে সেগুলো পর্যায়ক্রমে মাটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল রাখা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত