খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্ট তহবিল উপবৃত্তি প্রদান

Published: 27 Apr 2015   Monday   

প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্ট তহবিল থেকে স্নাতক(পাস)ও সমমান পর্যায়ে উপবৃত্তি  সোমবার খাগড়াছড়িতে প্রদান করা হয়েছে।

 

শহরের অফিসার্স ক্লাবে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২৯৮নং আসনে নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে,এম শাহাজাহান, খাগড়াছড়ি সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল লতিফ।  অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, অবিভাবক ও সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।ৱ

 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শাহাজাহান জানান, এ বছর জেলা সদরের বিভিন্ন কলেজে অধ্যায়নত মোট ৫৭২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন কেটাগরিতে এককালীন নগদ টাকা প্রদান করা হয়েছে।

 

জেলা শিক্ষা অফিস সুত্রমতে, এ বছর দীঘিনালা কলেজের ৯৬জন, পানছড়ি কলেজের ৩০জন, মাটিরাঙ্গা কলেজের ৪২জন, মানিকছড়ি কলেজের ৪২জন, রামগড় কলেজের ৪২জন ছাত্র/ছাত্রীকে প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাষ্ট থেকে উপ-বৃত্তি প্রদান করা হয় । প্রত্যেক শিক্ষার্থী ৪হাজার ৯শত টাকা করে উপ-বৃত্তি পেয়েছে ।

   --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত