রাঙামাটিতে জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সংলাপ

Published: 13 Jun 2024   Thursday   

আস্থা প্রকল্পের আওতায় বৃহস্পতিবার রাঙামাটিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আশিকা কনভেশন হল রুমে আয়োজিত সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা। সিভিক প্লাটফফর্মের যুগ্ন আহ্বায়ক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপন্থিত ছিলেন সিভিক প্লাটফফর্মের যুগ্ন আহ্বায়ক অমর ফারুখ,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের উপ-নির্বাহী পরিচালক কক্সি তালুকদার ও এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি পৌর কমিশনার কালায়ন চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, সিএইচটি মহিলা কারবারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক শান্তনা চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, উন্নয়নকর্মী শিপ্লব চাকমা প্রমুখ। পরে নিউমার্কেট চত্বরে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি,সহনশীল ও অহিংস সমাজ গঠনের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। এতে জনপ্রতিনিধিসহ সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন,তৃণমুল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত অহিংস সমাজ গঠন, সহনশীল, সহিংসতা প্রতিরোধে ও সুশাসনের প্রতিশ্রুতি অর্জন করতে হবে। পাশাপাশি সহনশীল এবং শান্তিপূর্ন গণতান্ত্রিক স্থানগুলো চিহিৃতকরণ, সামাজিক ক্ষেত্রে মানবধিকার সমুন্নত রাখার মাধ্যমে ক্ষমতায়িত নাগরিক,যুব,নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে নাগরিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং শান্তি,সহনশীলতা,সামাজিক সম্প্রীতি এবং সুশাসনের প্রচারের জন্য কর্মক্ষেত্রে তৃণমুল পর্যায়ে সক্রিয় যুবদের অংশ গ্রহনে উৎসাহিত করতে, যুব নেতা এবং বয়স্কদের মধ্যে সমন্বয়মূলক কার্যক্রমের সুযোগের তৈরী করে যুব নেতৃত্বের সুযোগ অন্বেষন, জাতীয় যুবনীতি ২০১৭ এর নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমুল পর্যায়ে যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর পুরুষ ও নারীদের দেশের মুলধারায় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পরামর্শ প্রদান করেন।

প্রসঙ্গত, সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২০২৬ সালের মার্চের দিকে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত