শিক্ষাবিদ কৃষ্ণ মোহন ত্রিপুরা’র প্রথম মৃত্যুবার্ষিকীতে শিক্ষাবৃত্তি চালু

Published: 27 Apr 2015   Monday   

খাগড়াছড়ি জেলার সুখ্যাত শিক্ষাবিদ প্রয়াত কৃষ্ণ মোহন ত্রিপুরার প্রথম মৃত্যুবার্ষিকীতে ১২ জন স্কুল শিক্ষার্থীকে দেয়া হয়েছে শিক্ষাবৃত্তি। প্রয়াতের সুযোগ্য সন্তান মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, কন্যা অনামিকা ত্রিপুরা (সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সহ-ধর্মিনী), সরকারী প্রকৌশলী উজ্জল ত্রিপুরার অর্থায়নে এখন থেকে প্রতিবছর প্রয়াতের মৃত্যুদিবস (২৬ এপ্রিল) উপলক্ষে এই বৃত্তি প্রদান করা হবে।

 

বৃত্তি প্রদান উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক শ্রীলা তালুকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রয়াতের সহ-ধর্মিনী বীণা রানী ত্রিপুরা, প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩০ বছরের মতো শিক্ষকতা পেশায় নিযুক্ত শিক্ষাবিদ কৃষ্ণ মোহন ত্রিপুরা গত বছর ২৬ এপ্রিল মৃত্যুবরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত