সভাপতি নিপন ত্রিপুরা ও সম্পাদক রুমেন চাকমা নির্বাচিত

Published: 21 May 2024   Tuesday   

রাঙামাটিতে দুদিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৮ তম কেন্দ্রীয় কাউন্সিল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এতে সন্মেলনের মাধ্যমে নিপন ত্রিপুরাকে পুনরায় সভাপতি, রুমেন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুপ্রিয় তংচংগ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়েছে।

আত্নমূখিনতা,সুবিধাবাদ ও দোদুল্যমানতা পরিহার করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র-যুব সমাজ অধিকারে সামিল হোন- এ শ্লোগানকে সামনে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলয়াতনে সন্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সাংগঠনিক আলোচনা, করনীয় ও নতুন কমিটি নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত পিসিপির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এক বছর মেয়াদের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নতুন কমিটি নির্বাচিত করা হয়। সন্মেলনে রাঙামাটি, বান্দরবান,খাগড়াছড়ি জেলাসহ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন। নবগঠিত পিসিপি কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সহসম্পাদক জুয়েল চাকমা।

গেল সোমবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী ও  কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে ছাত্র-যুব সমাবেশে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। সন্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত