লংগদুতে হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী সোমবার(২০ মে) রাঙামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ।
শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সই করা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবরোধ কর্মসূচির কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লংদুতে ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে হত্যার প্রতিবাদে শনিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউপিডিএফের সংগঠক বাবলু চাকমার সভাপতিত্বে জেলা শাখার সাংগঠনিক বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা। সভা সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা। সমাবেশ থেকে লংগদু হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী সোমবার(২০ মে) রাঙামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষনা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের পার্বত্য চট্টগ্রামের শাসন বিধি (১৯০০ সালের রেগুলেশন) বাতিল করার প্রচেষ্টার প্রতিবাদে ইউপিডিএফ যখন আন্দোলন গড়ে তুলেছে ঠিক সে সময় সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও আন্দোলন বানচাল করে দেয়ার জন্য সন্তু লারমা তার সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে লংগদুতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।
উল্লেখ্য, শনিবার লংগদু উপজেলার বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ কর্মীবিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফ সন্তু লারমা গ্রæপের জেএসএসকে দায়ী করলেও জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.