রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 03 May 2024   Friday   

২০২৩-২৪ শিক্ষা বর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি কেন্দ্রে ২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর আগে গেল শনিবার “এ” ইউনিটে ৮হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। আগামী ১০ মে সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্জেলর ড.সেলিনা আক্তার। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বি ইউনিটের  ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডীন সহকারী অধ্যাপক  ধীমান  শর্মা  উপস্থিত ছিলেন। এসময় তিনি  পরীক্ষা কেন্দ্রে  দায়িত্বরত পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। 

এদিকে, সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে ও যাওয়া-আসা করতে পারে তার জন্য আইন-শৃংখলা বাহিনী ও জেলা প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

পরীক্ষা হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার পরীক্ষা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করে বলেন, ৯০ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

উল্লেখ্য, ২০১৪ সালে রাঙামাটি শহরের অদুরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানান জটিলতার কারণে ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত