রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 27 Apr 2024   Saturday   

শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “এ” ইউনিটে ৮হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে সারাদেশ থেকে মোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষা বর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় শনিবার প্রথম দিনে এ ইউনিটের সারাদেশ থেকে আসা ৮ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার উপস্থিতির হার শতকরা শতভাগ ছিল। এতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়সহ ৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে ‘বি’ ইউনিটে ও ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার। এসময় প্রো-ভাইস চ্যাঞ্জেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পরে ও যাওয়া-আসা করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন নিরাপত্তাও জোরদার করেছে।

এদিকে,বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন ভাইস চ্যাঞ্জেলর। এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ,প্রো-ভাইস চ্যাঞ্জেলর ড. কাঞ্চন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার পরীক্ষা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করে বলেন, উৎসব মূখর ও শান্তিপূর্ন পরিবেশে সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এতে আবেদন করা পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ উপস্থিতি ছিল। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষার আয়োজনের সহযেহাগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন,পৃুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাকী দুটি ইউনিটে পরীক্ষায়ও শিক্ষার্থীদের উপস্থিতি একই থাকবে তিনি আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে রাঙামাটি শহরের অদুরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানান জটিলতার কারণে ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম চালু করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত