বৃহস্পতিবার জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডাক দিলেও রাঙামাটি শহরে এ অবরোধ শিথিলের ঘোষনা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বুধবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণ গ্রেফতার, আটক, হয়রানি ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর বাধা-নিষেধের প্রতিবাদে ইউপিডিএফ এ অবরোধের ডাক দেয়।
বিবৃতিতে বলা হয়, অনেকের অনুরোধের প্রেক্ষিতে রাঙামাটি শহরকে অবরোধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বৃহস্পতিবার ডাকা জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর এলাকায় শিথিল করা হয়েছে। সেখানে অবরোধের সমর্থনে সংগঠনের কোন কার্যক্রম থাকবে না। তবে রাঙামাটি শহর ছাড়া জেলার অন্যান্য স্থানে যথারীতি ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলবে।
তবে অবরোধ চলাকালে এ্যমবুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরী ঔষধ, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.