কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ

Published: 23 Apr 2024   Tuesday   

দীর্ঘ ২৮ বছর পর দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরনের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা আদালতে মামলার বিচারক পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে বাদী পক্ষের না রাজির প্রত্যাখান করে না মঞ্জুর, পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন গৃহীত ও মামলা নথিভূক্ত করেছেন।

কল্পনা চাকমা অপহরণ মামলার আইনজীবি জুয়েল দেওয়ান বলেন, মঙ্গলবার কল্পনা চাকমার মামলার শুনানীর দিন জেলা আদালতের সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে ধার্য্য করা হয়। মামলার শুনানীর পর বিজ্ঞ আদালত বাদীর কথাও শুনেন। পরে আদালত পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন বাদী পক্ষের না রাজির প্রত্যাখান করে না মঞ্জুর, পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন গৃহীত করে মামলা নথিভূক্ত করেন। তিনি আরো বলেন, এ মামলাটি ২৮ বছর চলার পর এ আদালতে সমাপ্তি ঘটেছে। এ মামলায় পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে প্রকৃত আসামীদের নাম উল্লেখ না করে আড়াল করে সন্দেহভাজন অভিযুক্তদের দায়মুক্ত করা হয়েছে। এ মামলায় আমরা উচ্চতর আদালতে যাবো।

বাদী ও কল্পনার চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি এ বিচারে অসন্তষ্ট। এ মামলায় তিনি উচ্চতর আদালতে গিয়ে পুনরায় আবেদন করবেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১১ জুন মধ্য রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে কল্পনা চাকমাকে অপহৃত হন। পরদিন বাঘাইছড়ি থানায় তার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বাদী হয়ে অপহরনের মামলা দায়ের করেন। পরে মামলাটি রাঙামাটি আদালতে তোলা হয়। এতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে আদালত মামলার অধিকতর তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে রাঙামাটি পুলিশ সুপারকে দায়িত্ব দেন। এ মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে ২০১৬ সালে রাঙামাটির পুলিশ সুপার তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন। এতে কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা এ মামলার চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে না রাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের দাবী জানান। পরবর্তীতে আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে বহুবার শুনানী হয়। অবশেষে মঙ্গলবার ধার্য্যকৃত শুনানীর দিনে পুলিশ সুপারের দেওয়া চুড়ান্ত তদন্ত প্রতিবেদন গৃহীত করে মামলা নথিভূক্ত করেন আদালত।

উল্লোখ্য,কল্পনা চাকমা অপহরনের ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশে ব্যাপক আন্দোলন ও আলোচিত হয়। এ অপহরণ ঘটনা নিয়ে আর্ন্তজাতিকভাবে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়। এতে সরকার এ অপহরনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।


হিল উইমেন্স ফেডারেশনের ক্ষোভ
কল্পনা চাকমা মামলার বাদী কালিন্দী কুমার চাকমার ‘নারাজি আবেদন’ নামঞ্জুর করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিল উইমেন্স ফেডারেশন।

মঙ্গলবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) কর্তৃক পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকে যারপরনাই পক্ষপাতদুষ্ট, চিহ্নিত অপহরণকারী ও তার দোসরদের দায়মুক্তি দেওয়ারর ন্যাক্কারজনক নজীর এবং তা কারোর নিকট গ্রহণযোগ্য হবে না।

এ ধরনের পক্ষপাতদুষ্ট পদক্ষেপের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন তথা পার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী জনতা লডাই চালিয়ে যাবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত