পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা

Published: 14 Apr 2024   Sunday   

পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে  ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য  ১২ জন কৃতি ক্রীড়াবিদদের রোববার রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চাকমা সার্কেল ও রাঙামামাটি নাগরিক কমিটির যৌথ উদ্যোগে সাবারং রেষ্টুেরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন  চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। এসময় উপস্হিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, নারী নেত্র টুকু তালুকদার, ডাঃ পরশ খীসিাসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত স্বশরীরে উপস্থিত চার কৃতি ক্রীড়াবিদ দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন সুর কৃঞ্চ চাকমা,নারী ক্রিকেটার চম্পা চাকমা, ফুটবলার রুপনা চাকমা ও নারী ক্রিকেটার লেকি চাকমার ওপর  সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। পরে তাদের উপস্থিত অতিথিরা সংবর্ধনা ও ক্রেস তুলে দেওয়া হয়। 

এছাড়া অনুষ্ঠানে ফিফার রেফারী জয়া চাকমা, মার্শাল আর্টসের স্বর্ জয়ী জু প্রু মারমা,  নুমে মারমা, জাতীয় ফুটবলার মিতুল মারমা, নারী ফুটবলার  ঋতুপূর্ণা চাকমা, আনাই মগিনিসহ  ৮ জন কৃতি ক্রীড়াবিদ  অনুপস্থিত না থাকলেও তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত