পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংগ্রাই এর উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ধর্ম, বর্ণ ও জাতিগত বৈষম্য ভুলে সকলের সাথে আনন্দ ভাগাভাগী করতে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুম প্রাঙ্গনে পাহাড়ী নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এসময় ব্রিগেড মেজর তাজসিকসহ অন্যান্য সেনা কর্মকর্মতারা।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণে ও দুর্গম এই পাহাড়ী এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.