রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭

Published: 29 Feb 2024   Thursday   

রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কের ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নির্মাণ নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন আরিফ(২০) ও সাব্বির(২২)। আহতদের মধ্যে ৮জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার কাজ শেষে এক দল নির্মাণ শ্রমিক একটি মিনি ট্রাকযোগে(গাজীপুর ন-১১-০২১০) রাঙামাটি শহরে ফেরত আসছিলেন। এসময় ঘাগড়া-বরইছড়ি সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় ব্রীজে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডালাইয়ের কাজের ব্যবহৃত মিক্সার মেশিনসহ ট্রাকটি উল্টে গেে লঘটনাস্থলে হাসান ও সাব্বির নিহত ও ২৭ জন আহত হন। আহতদের মধ্যে ৮জনকে গুরুত্বর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের সবাইয়ের বাড়ী শহরের রিজার্ভ বাজার এলাকায়।


রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.শওকত আকবর জানান, ২৫-২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ জানান, ট্রাক উল্টে গিয়ে ২জন মারা যায় ও ২৭জন আহত হয়েছে। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত