রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Published: 21 Feb 2024   Wednesday   

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার খাগড়াছড়ির রামগড়ে  যথাযথ মর্যাদায় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
 
দিবসটি পালনের লক্ষ্যে রাত ১২টা এক মিনিটে রামগড় কেন্দ্রীয় শহীদ মিনারে- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, রামগড় থানা, সামাজিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক গণ উপস্থিত থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।
 
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউএনও মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ দাস, পৌর মেয়র রফিকুল আলম কামাল, অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশসহ বিভিন্ন দপ্তরের সরকারী ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দিবসের প্রথম প্রহরে সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উক্তোলন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত, প্রার্থনার মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত