খাগড়াছড়ির রামগড় সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ কাজল বরণ দাস গুপ্ত (৬৪) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুরের দিকে রামগড় উপজেলার মন্দিরঘাট সেগুন বাগান থেকে তাকে আটক করে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কাঁশিবাড়ি বিওপি ক্যাম্প । আটক ব্যক্তি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সুলতান পুর ছিটিয়াপাড়া গ্রামের রায় মোহন দাস গুপ্তের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রামগড় থানার মন্দিরঘাট সেগুন বাগান এলাকার নোম্যানসল্যান্ডের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন কাজল বরণ দাস গুপ্ত। এসময় তাকে সন্দেহ দেখা দিলে তার শরীর তল্লাশি করা হয়। এতে তার কাছ থেকে নগদ ১০ হাজার ৬৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বাংলাদেশী টাকা এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও কাগজপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তি গেল ৩০ জানুয়ারি ভারতের এক আত্মীয়ের বাড়িতে অবৈধভাবে বেড়াতে গিয়েছিলেন।
রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: ইমাম হোসেন জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছ থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় রুপিসহ কাজল বরণ দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে মামলা দিয়ে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।
--হিলডি২৪/সম্পাদনা/সিআর.