তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী এমপি জ্বরতী তঞ্চঙ্গ্যা

Published: 14 Feb 2024   Wednesday   

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান আসন থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন  রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যা।
 
বুধবার আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় জ্বরতী তঞ্চঙ্গ্যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব  বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 
 
প্রেস বার্তায়  বলা হয়, প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্বান্ত অনুযায়ী  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। 
 
 এদিকে, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এ তালিকায় তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান থেকে সংসদ সদস্য হিসেবে রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যার নাম ঘোষনা করা হয়।  জ্বরতী তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলা ১নং জীবতলী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত