বিলাইছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দৃশ্যমান হচ্ছে

Published: 11 Feb 2024   Sunday   

সারাদেশের মত রাঙামাটির  বিলাইছড়িতেও নির্মিত হচ্ছে আধুনিক মানের শেখ রাসেল মিনি স্টেডিয়াম।  ছাদ ধালাই কাজের অগ্রগতির মধ্য দিয়ে স্টেডিয়ামটির দৃশ্যমান হতে  শুরু করেছে ।

 

 উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিলাইছড়ি উপজেলায়ও নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম।  রোববার  সকালে স্টেডিয়াম এর ছাদ ধালাই এর কাজ উদ্বোধন করেন  বিলাইছড়ি  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন জাতীয় ক্রীড়া পরিষদ এর প্রকল্প প্রকৌশলী (চ:দা:)  মো. মোখলেছুর রহমান, ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা, এমএস.লুম্বিনী এন্টারপ্রাইজ এর কনট্রাক্টর চিরনজীব চাকমা প্রমূখ।
 
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৪ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটি। শেখ রাসেল মোরাল সম্বলিত আধুনিক মানের স্টেডিয়ামটিতে রয়েছে দর্শকদের খেলা দেখার সুবিধার্থে ৩০০ ফুট গ্যালারী,  ১২৬ টি চেয়ারযুক্ত ভিআইপি গ্যালারী, ড্রেসিং রুম ২ টি ও অফিস রুম । এ ছাড়াও মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য মাঠ উন্নয়ন এবং মাঠের চারপাশে আরসিসি ড্রেনসহ পাবলিকের জন্য থাকবে পাবলিক টয়লেট। স্টেডিয়ামটির কাজ জুন ২০২৪ সালে শেষ হবে বলে জানান প্রকল্প প্রকৌশলী। স্টেডিয়ামটি বাস্তবায়ন হলে এলাকার ক্রীড়া ক্ষেত্রে অবধান রাখার মধ্য দিয়ে দেশী ও আন্তর্জাতিক মানের নতুন নতুন খেলোয়ার উঠে আসবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত