ইউপিডিএফের ডাকে বুধবার সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

Published: 06 Feb 2024   Tuesday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার সাজেকের পর্যটন সডকসহ সাজেক ইউনিয়নে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে। মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সাজেকে মহদেহের কফিন বহন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা (৩৮) ও আশুক্য চাকমা ওরফে আশীষ (৪৫) নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে(জেএসএস) দায়ী করে। জেএসএস জড়িত থাকার কথা অস্বীকার করেছিল।


ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রটের (ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে মাচলং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা, ইউপিডিএফ সংগঠক সুমন চাকমা, গণতান্ত্রক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা। এর আগে দুজনের মহদেহের কফিন বহন করে মৈত্রী পাড়া থেকে একটি মিছিল মাচলং ও সাজেক থানা এলাকা প্রদক্ষিন করে মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় নিহতদের উদ্দেশ্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।


সমাবেশে ইউপিডিএফ নেতৃবৃন্দ বলেন, এ পর্ষন্ত তাদেও সংগঠনের সাড়ে তিনশ’র অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের দায় সরকার-প্রশাসনেকে নিতে হবে। গত ফেব্রুয়ারী সন্তু  লারমা গ্গ্ররুপের অস্ত্রধারীরা যেভাবে দিন দুপুরে আশীষ ও দীপায়ন চাকমাকে নির্মমভাবে হত্যা করেছে এর দায় প্রশাসন এড়াতে পারে না। সরকার-প্রশাসনের ইন্ধনেই জেএসএস সন্তু গ্রুপসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এ হত্যার ঘটনা ঘটাচ্ছে। সরকার-প্রশাসন যদি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রক্তের হোলিখেলা খেলতে চায় তাহলে সকল পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।


এদিকে, নিহত দুই ইউপিডিএফ সদস্যওরলাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে নিহত দুজনকে তাদের স্ব স্ব গ্রামে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত