চক্ষু বিশেষজ্ঞ ডাঃরোমেলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Published: 28 Jan 2024   Sunday   

রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রোমেলের ওপর হামলারকারীদের গ্রেফতারের দাবীতে রোববার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

 

সমাবেশে বক্তারা এ ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক বসুমিত্র চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, বিশিষ্ট সংগীত শিল্পী রঞ্জিত দেওয়ান, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শাইনি তালুকদার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ। মানববন্ধনে চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।


উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে ডা. রোমেল চেম্বার শেষে দৈনন্দিন রুটিন অনুযায়ী শরীর চর্চার জন্য শহরের রায় বাহাদুর সড়কে সাইক্লিং করছিলেন। এসময় একটি বেপোরেয়া গাড়ি ডাঃ রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। প্রতিবাদ করলে আসামিরা ডা. রোমেলকে মারধর করলে আহত হন। এ ঘটনা নিয়ে গেল ১জানুয়ারী চাকমা সার্কেল চীফ উভয় পক্ষকে ডেকে সমঝোতা করে দেন। কিন্তু সমঝোতার পরও আসামিরা ডাঃ রোমেলকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

 

অবশেষে গেল ২৩ জানুয়ারী ডাঃ রোমেল বাদী হয়ে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফের আদালতে ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি নালিশ দায়ের করেন। এতে বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে আনুশা চৌধুরী ও তার বন্ধু মো. শামীন আলম  এবং প্রিসলি চৌধুরীর স্বামী মো. আহাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাকী চার জন  প্রিসলি চৌধুরী (২৮), শর্মিষ্ঠা রায় (৫৫), পরাগ রায় (৫৫) এবং তুর্বান রায় (৩০) এর বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামীরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত