রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপিত

Published: 27 Jan 2024   Saturday   

রোভার স্কাউটসের ৫০ বছর(সুবর্ণ জয়ন্তী) পূর্তি উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাশীম, কোতোয়ালি থানার ওসি তদন্ত নুরে আলম। বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও রোভার কমিশনার মোঃ মনিজ্জামান মহসিন রানা,রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন,জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক নুরুল আবছার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন,মাহেলা রাখাইন। এছাড়া জেলা সদর ও উপজেলা পর্যায়ের রোভার স্কাউটস দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক পার্বত্যাঞ্চলের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ডে- ক্যাম্প এর উদ্বোধন করেন। পরে একটি র‌্যালী বের করা হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, জীবনে সফল ও স্বার্থক হতে হলে জীবন চলার পথে মানুষের জীবনে মেধা-শ্রমকে কাজে লাগতে হবে। স্কাউটসের মাধ্যমে সামাজিকভাবে অসামাজিক কাজগুলো দূর করে সমাজ পরিবর্তন করতে হবে। নিজেরাই মাদকমুক্ত থেকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ও বাল্য বিবাহ রোধে সোচ্ছার হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত