দূর্ঘটনায় আহতদের চেক প্রদান করেছে রাঙামাটি জেলা পরিষদ

Published: 26 Apr 2015   Sunday   

শহরের মানিকছড়ি এলাকায় যাত্রীবাহি বাস দূর্ঘটনায় আহতদের আর্থিক সাহায্য হিসেবে রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে আহত পরিবারের সদস্যদের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে দূর্ঘটনায় ১২জন আহতদের  পাঁচ হাজার টাকা করে মোট ৬০হাজার টাকার চেক প্রদান করেন পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর । এ সময় শহীদ আবদুল আলী একাডেমী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ছাওয়াল উদ্দিন এবং বিশিষ্ট ঠিকাদার ও জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

 

পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর বলেন, মানবসেবায় সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয় তাই মানব সেবাই হবে আমার প্রধান ধর্ম। জেলার বসবাসরত মানুষের কল্যানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত