রাঙামাটিতে চার দিনের কত্থক নৃত্যের কর্মশালার উদ্বোধন

Published: 23 Jan 2024   Tuesday   

রাঙামাটিতে মঙ্গলবার থেকে চার দিন ব্যাপি কত্থক নৃত্যের কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তপস্যা সংস্থার আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  বিশিষ্ট নৃত্যগুরু সাজু আহমদ, সাংস্কৃতিক কর্মী নিরুপা দেওয়ান, সাহানা দেওয়ান ও প্রশিক্ষণের তত্ববধানকারী ফিফা চাকমা। শুরুতে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে কত্থক নৃত্য কর্মাশালা উদ্বোধন করেন।  কর্মশালায় শহরের বিভিন্ন এলাকা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত  এ কর্মশালা চলবে। 



অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিল্প ও সংস্কৃতি বাঙালির ধারকবাহক। আমাদেরকে এই শিল্প ও সংস্কৃতি ধরে রাখতে হবে। নৃত্য শিল্পের মধ্যে কত্থক নৃত্য  একটি বিশেষ শাখা। এটি চর্চা করতে হবে, আমাদেরকে চর্চার মধ্য দিয়ে কত্থক নৃত্যকে ছড়িয়ে দিতে হবে। একই সাথে পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মাঝে।



তারা আরো বলেন, আপনাদের সন্তানদের যেকোন শিল্প চর্চায় উৎসাহ করবেন। তাহলে তারা মাদক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত