ধর্ষনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থ জরিমানা

Published: 22 Jan 2024   Monday   

রাঙামাটিতে এক কিশোরী ধর্ষনের দায়ে মোঃ ইব্রাহীম(৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সোমবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ,ই,এম, ইসমাইল হোসেন এ রায় দেন।


মামলার রায়ের বিবরণে জানা যায়, গেল ১৫জুন ২০১১সালে রাঙামাটির লংগদু উপজেলার বড় উল্টাছড়ি এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষন করে আটারক ছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ির মোঃ ইব্রাহীম (ধর্মান্তরিত হওয়ার পূর্বে নাম ছিল কাঞ্চন কুমার বিশ্বাস, পিতা সন্তোষ কুমার বিশ্বাস, বারান্দিপাড়া, যশোর)। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ধর্ষক ইব্রাহামীকে ধরে পুলিশের হাতে সোর্পদ করে। দীর্ঘ দিন ধরে চলা মামলায় সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা, ভিকটিমসহ অন্যান্য সাক্ষীদের আসামির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ পান আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই,ই,এম,ইসমাইল হোসেন এ মামলার চুড়ান্ত রায় দেন। এতে আসামি মোঃ ইব্রাহীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা করেন। রায়ে আসামিকে আগামী ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধিমোতাবেক জমা নির্দেশ ও জরিমানার অর্থ এ মামলার ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন। পাশাপাশি আসামি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে আসামির মালিকানাধীন স্থাবরবা অস্থাবর বা উভয় সম্পত্তির ক্রোক ও নিলামে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ এ ট্রাইব্যুনালে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।


আসামী পক্ষের আইনজীবি কাজী মইনুল ইসলাম জানান, এ রায়ের প্রতি আমরা সংক্ষুদ্ধ। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবো। আশাকরি ন্যায়বিচার পাবো ও আসামী খালাস পাবে।


রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট। এ রায়ের মাধমে সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ হবে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর কেউ আর সাহস পাবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত