লংগদু ও কাউখালীতে চার ইটভাটায় জরিমানা ৩লক্ষ ২৫ হাজার টাকা

Published: 21 Jan 2024   Sunday   

অবৈধভাবে পাহাড়কাটা এবং বন উজারকরার দায়ে লংগদু ও কাউখালীতে ইট ভাটায় অভিযান চালিয়ে ৩লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


জানা গেছে, রোববার লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস ফিল্ড এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটা ও বন উজার করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫০ হাজার টাকা করে ২টি ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটা ধ্বংস ও যাবতীয় কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

 

অপরদিকে গেল শনিবার কাউখালী উপজেলায় ২টি ইটভাটাকে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা স্বত্তে¡ ও এসব ইটভাটা গুলো গোপনে ইট পোড়ানোর কার্যক্রম চালু করায় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহীকর্মকর্তা রক্তিম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের আদর্শ গ্রামের জেবিএম ইটভাটার মালিক মোঃ সিরাজ উদ্দিনকে নগদ ২৫হাজার টাকা এবং পার্শ্ববর্তী ইউনিয়ন ১ নং বেতবুনিয়ামডেল ইউনিয়নের আমছড়ি গ্রামের মেসার্স কেবিএম ইটভাটার মালিক মোঃ সৈয়দ কোম্পানীকে নগদ ২লক্ষ টাকা জরিমানা করা হয়।


লংগদু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, ইট প্রস্তুতকারক ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ইটভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত