বরকলে নৌদূর্ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ উত্তরাকে চব্বিশ ঘন্টায়ও খোজ মিলেনি

Published: 13 Jan 2024   Saturday   

রাঙামাটির বকরকল উপজেলা আইমাছড়া ইউনিয়নের জগন্নাথছড়া এলাকায় নৌ দূর্ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ স্কুল ছাত্রী উত্তরা চাকমাকে চব্বিশ ঘন্টায় সন্ধান মিলেনি। শুক্রবার সকাল সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। নিখোজ স্কুল ছাত্রীটি রাঙামাটি শহরের ভেদভেদী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ী ৩ নং আইমাছড়া ইউনিয়নের কালাপুনছড়া গ্রামের বিদ্যা সাধন চাকমার মেয়ে।


এদিকে, শনিবার দ্বিতীয় মততো নিখোজ উত্তরা চাকমাকে খুজতে একই এলাকায় রাঙামাটির ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা জানান, শুক্রবার সকালের দিকে স্কুল ছাত্রী উত্তরা চাকমা ছোট ট্রলার বোট দিয়ে চালকসহ ১০ জন রাঙামাটি শহরে যাচ্ছিল। এ সময় জগন্নাথছড়ামুখ এলাকায় পৌছলে কাপ্তাই হ্রদে বিপরীত দিকে যাওয়া ছোট হরিনাগামী একটি লঞ্চ ট্রলার বোটের উপর চলে যায়। এতে বোটি ডুবে গেলে বাকি যাত্রীরা বেঁচে প্রাণে বেচে গেলেও নিখোঁজ হয় উত্তরা চাকমা। কয়েকদিন আাগে সে গ্রামের বাড়ী কালাপুনছড়া গ্রামে ছুটিতে গিয়েছিল। ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় লোকজন পুলিশ,বিজিবির সদস্যর নিখোঁজ ছাত্রীর উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে এ রির্পোট(বিকাল ৫টা) লেখা পর্ষন্ত ছাত্রীকে উদ্ধার করা যায়নি। তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি শেষে ১২ বিজিবির সদস্যরা রাঙামাটি থেকে ছোট হরিণায় ফিরছিলেন ভাড়া করা ওই লঞ্চটিতে করে।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ উদ্দীন ভুঁইয়া সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই হ্রদের জগন্নাথছড়ামুখ এলাকায় বিপরীত দিকে যাওয়া ছোট হরিনাগামী একটি লঞ্চের সাথে ছোট ট্রলার বোটের মধ্যে দুর্ঘটনায় পানিতে পড়ে নিঁেখাজ হয় স্কুল ছাত্রী উত্তরা চাকমা। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত