খাগড়াছড়ি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী

Published: 26 Apr 2015   Sunday   

রোববার খাগড়াছড়িতে খাগড়াছড়ি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী  পালিত হয়েছে।

 

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত সহকারী অধ্যাপক মোঃ মোনতাজ উদ্দিন-কে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মধ্যযুগীয় বর্বর কায়দায় লাঞ্চিত ও অপমান করার প্রতিবাদে এবং লক্ষীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী পরীক্ষার তৃতীয় ভেন্যু কেন্দ্রের আহবায়ক প্রভাষক শাফিউদ্দিন রেজা মাহমুদ-কে লক্ষীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বিধিবহির্ভূত দন্ড প্রদানের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সম্পাদক এম রাশেদুল হকসহ কলেজের শিক্ষকরা।

 

অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ গত ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার ও গত ১৮ এপ্রিল লক্ষীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী পরীক্ষার ৩য় ভেন্যু কেন্দ্রের আহবায়ক-কে বিধিবহির্ভূত দন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা তীব্র ক্ষোভ ও অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান।

 

অপরদিকে শনিবার বিকাল খাগড়াছড়ি সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে একই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ।

 

সভায় বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাং শাহ আলমগীর, ইংরেজীর সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর হাসান, ইতিহাসের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কলেজ ইউনিটের সম্পাদক এম রাশেদুল হক এবং প্রভাষক মোঃ মহসীন আরাফাত।

 

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাংলাদেশের  সকল সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা, এইচএসটিটিআই, মাউশি অধিদপ্তর, শিক্ষা বোর্ড, নায়েম, এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল অফিস ও প্রকল্পে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন  করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত