খাগড়াছড়িতে বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Published: 26 Apr 2015   Sunday   

খাগড়াছড়ির গাছবান কুমারধন পাড়া এলাকায় বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।

 

সামাজিক সংগঠন ‘য়াক বাক্সা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনশ্বর ত্রিপুরা। ‘য়াক বাক্সা’র সভাপতি ভুপেন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির সভানেত্রী বিশিষ্ঠ নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ সদস্য পরিমল ত্রিপুরা, শ্যামল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ভাইবোনছড়া কমিটির উপদেষ্টা পূর্ণ ভুষন ত্রিপুরা, সাবেক গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান বিপুল ভুষন ত্রিপুরা, গ্রামের কার্বারী খগেশ্বর ত্রিপুরা, সোহেল ত্রিপুরা সমাজকর্মী ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে বৈসু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন হাজারো মানুষ।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ সদস্য খোকনশ্বর ত্রিপুরা বলেন, ত্রিপুরা কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সম্প্রদায় নয়, হাজার বছরের অবিচ্ছেদ্য ইতিহাস স্বীকৃত ও সমৃদ্ধ বৃহৎ জাতি।  ত্রিপুরা জাতির রয়েছে নিজস্ব ভাষা-সাহিত্য সংস্কৃতি-খাদ্যাভ্যাস-পোশাক-পরিচ্ছদ ও কৃষ্টি। আজ ত্রিপুরা জাতি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে ত্রিপুরা জাতি নিজস্ব স্বকীয়তায় একক জাতি হিসেবে বসবাস করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত