মানবাধিকার পদকে ভূষিত হলেন খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতিসহ দেশের ১১ সাংবাদিক

Published: 26 Apr 2015   Sunday   

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবাধিকার পদক-২০১৫ ও সম্মাননা পেয়েছেন পাহাড়ের সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের পার্বত্যাঞ্চল প্রতিনিধি জীতেন বড়ুয়াসহ দেশের ১১ সাংবাদিক। এছাড়া তিন আইনজীবী, এক সমাজসেবক ও এক উপজেলা চেয়ারম্যানও এ পদক পেয়েছেন।

 

শনিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ পদক ও সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ১৬ গুণীজনের হাতে এ পদক ও সম্মাননা তুলে দেন।

 

সাংবাদিকতায় অবদানের জন্য খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি শামীমুল হক শাহীন, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি গোকুল রায়, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, রাজাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাব সভাপতি গোলাম ফারুক, রাজশাহীর দূর্গাপুর প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন শিশির, কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, দৈনিক ভোরের সময় পত্রিকার সম্পাদক মো. মাহফুজুর রহমান এ পদক পেয়েছেন।

 

আইনজীবীর মধ্যে এ পদক পেয়েছেন- বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, আবদুল মতিন পিপি ও আবদুল খালেক। সমাজসেবায় প্রকৌশল ও প্রযুক্তি উন্নয়নের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুর রহমান মিয়া, শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার এ পদক ও সম্মাননা অর্জন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত