বাঘাইছড়িতে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

Published: 27 Dec 2023   Wednesday   

বুধবার (২৭ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা।

 

স্বাগত বক্তব্যে প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা বলেন,আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।


জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা বলেন, আমরা ২৬ ডিসেম্বর আপনাদেরকে নিয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রæপ গঠন করেছি। আপনারা নিশ্চয় আস্থা প্রকল্পের কাজগুলো কি এবং প্রকল্পে আপনাদের ভুমিকা সম্পর্কে জেনেছেন। আস্থা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমরা একটি সহনশীল, পারস্পরিক আস্থা নির্ভর সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আপনারা একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ করে যাবেন।


প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন,আস্থা প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ স্বেচ্ছাসেবাধর্মী কাজ। গতকাল ইয়ুথগ্রæপ গঠন সভায় আমি যা জানতে পেরেছি তা হলো আপনাদের ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক করতে হবে। আজ আপনারা কিভাবে তা করতে হয় হাতে কলমে জানতে পারবেন। কিছু বুঝতে সমস্যা হলে ফেসিলিটেটরদের কাছ থেকে ভাল করে জনে নিবেন। সর্বোপরি এই কাজগুলো আপনাদের নিজেদের কাজ মনে করবেন। কারণ আমরা সবাই চাই একটি সহনশীল সমাজ, একটা সুন্দর পৃথিবী। এ সুন্দর সমাজ বা বিশ^ বিনির্মাণের মত মহৎ কাজ আপনারা করবেন।


প্রসঙ্গত, সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত