রাজস্থলীতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদারের দিনভর গণসংযোগ

Published: 22 Dec 2023   Friday   

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনের আওয়ামীলীগের নৌকা প্রার্থী দীপংকর তালুকদার শুক্রবার  রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। 

 

উপজেলার  ইসলামপুর ও সদর উপজেলা, বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়নে পথ সভাসহ প্রচার-প্রচারনা চালান নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।  পথ সভায় এ সময় এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

 

গণসংযোগকালে পথ সভায় দীপংকর তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামীলীগ সরকারের আমলে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উপজেলার অনেক দুর্গম এলাকা গ্রাম ছিলো যা উন্নয়নের কারনে যোগাযোগ, কৃষি পন্য, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব উন্নয়ন সম্ভব হয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য। তাই এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

 

দীপংকর তালুকদার আরো বলেন, নির্বাচনে অংশ নেওয়া বাকি দুই প্রার্থীকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই। তাই  আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আবারো আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত