জলবায়ু পরিবর্তনে কারণে জুরাছড়িতে কৃষি, স্বাস্থ্য, পানিয়জল ও কর্মসংস্থান

Published: 19 Dec 2023   Tuesday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলা ভৌগোলিকগতভাবে জলবায়ু পরিবর্তনে কৃষি, স্বাস্থ্য, পানিয়জল ও কর্মসংস্থান বিভিন্ন ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জুরাছড়ি উপজেলায় লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্পের অবহিত করন সভায় বক্তারা এ মন্তব্য করেন।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা চেয়ারম্যান সাধন কুমার চাকমা, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, হেডম্যান সন্তোষ দেওয়ান, কার্বারী শকুন তলা চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য জুরাছড়ি উপজেলায় জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে লোকাল গভরমেন্ট ইনিসিএটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লোজিক) প্রকল্প। এর আওতায় জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নে ৬ টি ওয়ার্ডে পরীক্ষামুলক এ প্রকল্প শুরু হবে। ৬টি ওয়ার্ডে ৩৯০ জন সুবিধাভোগী ভোগীদের প্রকল্প থেকে আত্মনির্ভরশীল ও জীবন মান উন্নয়নে পূজি হিসেবে সরাসরি সুবিধা ভোগীদের সঞ্চয় হিসাবে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত