সভা-সমাবেশের ওপর সংবিধান পরিপন্থী,নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী ইউপিডিএফের

Published: 15 Dec 2023   Friday   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারী করা সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞাকে সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এ ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

ইউপিডিএফের সহ-সভাপতি নতুন কুমার চাকমা গণমাধ্যেমে দেওয়া প্রদত্ত এক বিবৃতিতে এ  ঘোষনা প্রত্যাহারের দাবী জানান।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সইকৃত এক বিবৃতিতে বলা হয়, এ ঘোষণা সরকারের চরম ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। দেশের প্রত্যেক নাগরিকের সভা সমাবেশের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায্য দাবি তুলে ধরার অধিকার রয়েছে। যারা নির্বাচনের অজুহাতে জনগণের এ অধিকার ক্ষুণ্ণ করতে চায় তারা জনগণের বন্ধু হতে পারে না।

--প্রেস বিজ্ঞপ্তি। 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত