দেশের বর্তমান পরিস্থিতি ও পাহাড়ের বাস্তবতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার।
শুক্রবার রাঙামাটি জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে তিনি এ মনোনয়ন প্রত্যাহার করেন। এ হেভিওয়েট প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে শক্ত কোন প্রতিদ্বন্ধি থাকলো না আর।
তবে এ আসেন আরো চার জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তারা হলেন, আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পাটি হারুনুর রশীদ মাতব্বর,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট অমর কুমার দে,তৃণমুল বিএনপি হাফেজ মো: মিজানুর রহমান।
জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের কাছে এ সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার কারণে নির্বাচন অংশ গ্রহন থেকে বিরতি থাকছেন। পাশাপাশি দলীয় সিদ্বান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নির্বাচনে অংশ গ্রহন না করলেও দেশবাসী ও স্থানীয় জনগণের পাশে সব সময় থাকবেন বলে তিনি আশাব্যক্ত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেএসএসের জেলা শাখার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা, সাধারন সম্পাদক নগেন চাকমা।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন, উষাতন তালুকদার আবেদনে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারের আবেদনপত্রটি সাথে সাথে গৃহীত হয়েছে। বর্তমানে এ আসনে চার জন প্রতিদ্বন্ধি প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐ পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মতো জনসংহতি সমিতি থেকে সরাসরি নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে। যদিও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়নসহ কয়েক দফা দাবিতে নির্বাচন বর্জন করেছিল সংগঠনটি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হন সাবেক এ গেরিলা নেতা উষাতন তালুকদার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.