বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Published: 14 Dec 2023   Thursday   

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার  সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন ও  থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন প্রমূখ।সহকারী শিক্ষক সুমী চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতেয়ার আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা প্রাণীি সম্পদ কর্মকর্তা  ডা. নুরনবী, , বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম।  

 
বক্তারা বলেন, পাক হানাদার বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে এবং যাতে মাথা উচু করে দাড়াতে না পারে তার জন্য বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। তাদের এই হীন উদ্দেশ্য ক্ষণিকের জন্য সফল হলেও বাংলাদেশ টিকই ঘুরে দাড়িয়েছে।
 
বক্তারা আরও বলেন, এই শোককে শক্তিতে রুপান্তর করে সকলে একসাথে কাজ করলে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।  এ সময় সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত