তপোসুর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Published: 14 Dec 2023   Thursday   

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তপোসুর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের  গভীর শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছে ।   
 
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির বটতলায়  তপোসুর সাংস্কৃতিক একাডেমির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় অংশ নেন শিল্পকলা একাডেমি রাঙামাটি জেলার কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, বাচিক শিল্পী ও শিক্ষক লিটন দেব, সংগীত শিল্পী ও শিক্ষক নেত্রী রায়,  অভিভাবক কাজী জাহানারা অপু ও সংগঠনের সাধারন সম্পাদক সংগীত শিক্ষক মিলন ধর। সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ শহীদ বুদ্ধিজীবীদের অবদানের ও ত্যাগের কথা তুলে ধরেন।  
 
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদরর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পকলার বটতলায় প্রদীপ প্রজ্জ্বলন করে সংগঠনের সদস্যরা।
 
এছাড়াও সংগঠনের সদস্যরা মুক্তিযুদ্ধের গান ও কবিতা পাঠের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত