লামায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

Published: 25 Apr 2015   Saturday   

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শনিবার বান্দরবানের লামা উপজেলা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “ভবিষ্যতের বিনিয়োগ কমাবে ম্যালেরিয়া” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, একতা মহিলা সমিতি, পিএইসডি, কারিতাস, মাতামুহুরী সমাজ কল্যাণ পরিষদ, আই.সি.ডি.পির যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ উচহ্লা মার্মা। বক্তব্য রাখেন, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার, ৬নং রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা থানা প্রতিনিধি এসআই রবিউল হাসান, একতা মহিলা সমিতি প্রতিনিধি মোঃ ফরহাদ মিয়া, প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ নুরুল হাসেম, সমিরন বড়–য়া সহ প্রমূখ। এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীট উপজেলা সদরে প্রক্ষিন করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েশেষ হয়।

 

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী ম্যালেরিয়া প্রতিরোধের বিষয়ে রোগীদের রক্ত পরীক্ষা, ম্যালেরিয়া রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ও জনসচেতনতামূলক নানান কর্মসূচী আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত