বাঘাইছড়িতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Published: 25 Apr 2015   Saturday   

বাঘাইছড়ি উপজেলায়  উগলছড়ি এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । গত শুক্রবার এসব অস্ত্র  ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

জানা গেছে, খাগড়াছড়ি দীঘিনালা জোনের সেনা অভিযানে দীঘিনালা জোনের অধিনস্থ ২৮ বীর-এর ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজীম ন নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগালছড়ি এলাকায়  অভিযান চালানো হয়। এসময় সেনা সদস্যরা সেন্ত্রাীদের আস্তানা চারদিকে ঘিরে ফেলে তল্লাশী চালিয়ে অস্ত্র,গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে ।  উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১.৯ মি.মি. এসএমসি,এলজি, ৬৯.৯মি.মি. এ্যামোসেশন, ৮ এলজি কার্টিজ, ১এসএমজি ম্যাগাজিন, হ্যাভারসেক, ১এ্যামোনেশন পোচ, ১ সেট নেভী ব্লু ইউনিফরম, ১টি ইউনিফরম ট্রাউজার (ওলিভ গ্রীন) রয়েছে । তবে অভিযানের সময়  সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে সন্ত্রানীরা পালিয়ে যায় ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত