পার্বত্য চুক্তির বর্ষ পূর্তিতে নানিয়ারচরে শান্তি র‌্যালী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Published: 02 Dec 2023   Saturday   

পার্বত্য  চুক্তির ২৬ তম বর্ষ  পূর্তি  উপলক্ষে শনিবার রাঙামাটির নানিয়ারচরে শান্তি  র‌্যালী,  ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 
 
 
সকালে শান্তি র‍্যালীর উদ্বোধন করেন সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।  এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, থানা অফিসার ইনচার্জ সুজন হালদার উপস্থিত ছিলেন।  পরে শান্তি র‍্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান ফটক হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  গিয়ে শেষ হয়। 
 
এদিকে নানিয়ারচর জোনের আওতাধীন ছানা বাজার এলাকায় ১০০জন অসহায় শীতার্ত জনগনের মাঝে শীত বস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। পাশাপাশি বুড়িঘাট এলাকায় ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে এলাকার গরীব, দুস্থ ও অসহায় নারী পুরুষ ও বৃদ্ধসহ ২০০জন রোগাক্রান্ত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ  করা হয়। 
 
অপরদিকে  নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গণে স্থানীয়দের সাথে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয়। খেলা উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বাঙালী সম্প্রদায়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
 
নানিয়ারচর জোন জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ী জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত