শনিবার বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিলাইছড়ি সেনা জোন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিলাইছড়ি সেনাজোনের (৩২ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, ১ নং বিলাইছড়ি, ২ নং কেংড়াছড়ি ও ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা (রাসেল) ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এ সময় বক্তারা বলেন, ১৯৯৭ সালের আজকের এই দিনে তৎকালীন আওয়ামীলীগ সরকার ও জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটিই শাম্তি চুক্তি নামে পরিচিত। চুক্তি হওয়ার আগে পাহাড়ে যে বিরাজমান পরিস্থিতি ছিল, আজ ২৬ বছর পর যে পরিস্থিতি তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান। এসময় তারা আরও বলেন, বৈচিত্র্যতা হলো সৌন্দর্য আমরা পাহাড়ি-বাঙ্গালি যদি মনের সংকীর্ণতা দূরীভূত করে বাংলাদেশ হিসেবে এক থাকতে পারি তাহলে শান্তি বিরাজ করবে এবং দেশ এগিয়ে যাবে।
এর আগে জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে সবার অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিনটি উপলক্ষে সকালে সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং বিকেলে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.