রাঙামাটিতে কৃষিবিদদের কর্মশালা

Published: 25 Apr 2015   Saturday   

শনিবার  তিন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির উপজেলার কৃষি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  

রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমান। আইএআইএস প্রকল্প পরিচালক অঞ্জন কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণের উপ পরিচালক রমনী কান্তি চাকমা, তরুণ কুমার ভট্টাচার্য, কৃষি তথ্য সার্ভিসের পার্বত্য আঞ্চলিক পরিচালক তপন কুমার পাল, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক, সভাপতিত্ব করেন আইএআইএস প্রকল্প পরিচালক অঞ্জন কুমার বড়–য়া। সেমিনারে পার্বত্য অঞ্চলের কৃষির বিভন্ন সমস্যা এবং এ থেকে কিভাবে উত্তোরণ ঘটানো যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন কৃষিবিদরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মিজানুর রহমান বলেন,স্বাধীনতা পরবর্তী দেশে পৌনে চারগুণ খাদ্য উৎপাদন বেড়েছে। বর্তমানে দেশের খাদ্য উৎপাদন ৩ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার মেট্রিক টন। যা ১৯৭১ সালে ছিল  ১ কোটি ১০ লাখ মেট্রিক টন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত